ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

উইম্বলডন জিতে ফেদেরারের র‌্যাঙ্কিংয়ে উন্নতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
উইম্বলডন জিতে ফেদেরারের র‌্যাঙ্কিংয়ে উন্নতি উইম্বলডন জিতে ফেদেরারের র‌্যাঙ্কিংয়ে উন্নতি-ছবি:সংগৃহীত

ঐতিহ্যবাহী উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে এটিপি র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠলেন রজার ফেদেরার। এবারের শিরোপা জিতে রেকর্ড অষ্টমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন সুইস তারকা। সরাসরি সেটে হারান মারিন চিলিচকে। সেই সঙ্গে ক্যারিয়ারে ১৯টি গ্র্যান্ডস্লাম যোগ করে।

পাঁচ থেকে দু’ধাপ উঠে তিনে পৌঁছে গেলেন ফেদেরার। শীর্ষে যেতে এখনও পেড়তে হবে আরও দু’ধাপ।

সামনে রয়েছেন অ্যান্ডি মারে ও রাফায়েল নাদাল। চারে নোভাক জকোভিচ ও পাঁচে স্তান ওয়ারিঙ্কা।

যদিও শীর্ষে থাকা অ্যান্ডি মারে ছিটকে গিয়েছিলেন উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকেই। রাফা অবশ্য আরও আগে। তিনি বেরিয়ে যান চতুর্থ রাউন্ড থেকেই। বিশ্ব টেনিসের দুই সেরা তারকা বেরিয়ে যেতেই যেন রাস্তাটা আরও পরিস্কার হয়ে গিয়েছিল ফেদেরারের জন্য। চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করে দিলেন ঘাসের কোর্টে তার আধিপত্ত এখনও কমেনি। উইম্বলডন ফাইনালে রজারের প্রতিপক্ষ মারিন চিলিচ রয়েছেন ছ’য়ে।  

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ১৮ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ