ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

রজার্স কাপে ফেদেরারের ইউএস ওপেনের প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
রজার্স কাপে ফেদেরারের ইউএস ওপেনের প্রস্তুতি ছবি: সংগৃহীত

ঘাসের কোর্টে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার হার্ড কোর্ট অভিযানে নামছেন রজার ফেদেরার। কানাডায় রজার্স কাপ দিয়ে বছরের চতুর্থ ও শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনের প্রস্তুতি শুরু করবেন সুইস টেনিস আইকন।

মন্ট্রিয়েলে আগামী ৭ আগস্ট রজার্স কাপের (কানাডিয়ান ওপেন) পর্দা উঠবে। পরদিনই ৩৬-এ পা রাখবেন ফেদেরার।

এ প্রতিযোগিতায় সবশেষ ২০০৬ সালে দ্বিতীয় শিরোপার দেখা পেয়েছিলেন তিনি। ২০১৪ সালে শেষবার ফাইনাল খেলেছিলেন। গত দু’বার অংশ নেননি।

এক সাক্ষাৎকারে ফেদেরারের বলেন, ‘মন্ট্রিয়েলে ফিরতে পেরে আমি খুশি। ২০১৭ সিজনটা খুবই আকর্ষণীয় এবং আমি সত্যিই এটিপি ট্যুরে কোর্টে ফিরতে উন্মুখ হয়ে আছি। ’

প্রসঙ্গত, এ বছর দু’টি গ্র্যান্ড স্লাম ইভেন্টে অংশ নিয়ে দু’টিতেই ট্রফি উঁচিয়ে ধরেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ফেদেরার। হার্ড কোর্টেই অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন। ইউএস ওপেন সামনে রেখে সেখান থেকে বাড়তি অনুপ্রেরণা নিতেই পারেন। গত মাসে উইম্বলডন জয়ের মধ্য দিয়ে গ্র্যান্ড স্লাম সংখ্যাটা ১৯-এ নিয়ে গেছেন। মাঝে ফিটনেস ঠিক রাখতে ফ্রেঞ্চ ওপেনসহ ক্লে-কোর্ট (লাল মাটির কোর্ট) সিজন এড়িয়ে যান।  

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ২ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ