ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

রোমাঞ্চকর জয়ে সেমির দৌড়ে টিকে থাকলেন ভেনাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
রোমাঞ্চকর জয়ে সেমির দৌড়ে টিকে থাকলেন ভেনাস ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে ডব্লুটিএ ফাইনালস টুর্নামেন্টে ‘মাস্ট উইন ম্যাচে’ তিন ঘণ্টার লড়াইয়ের পর রোমাঞ্চকর জয় পেয়েছেন ভেনাস উইলিয়ামস। বয়সে ২০ বছরের ছোট লাৎভিয়ান তরুণী জেলেনা ওস্তাপেঙ্কোকে হারাতে ঘাম ঝরাতে হয়েছে তাকে।

হোয়াইট গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হারায় দু’জনের জন্যই এটি সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার পরীক্ষা ছিল। পুরো ম্যাচের ব্যাপ্তি ৩ ঘণ্টা ১৩ মিনিট।

তিন গেমের ফলাফল ৭-৫, ৬-৭ (৩-৭), ৭-৫। দ্বিতীয় গেমটি টাইব্রেকারে গড়ালে যোগ হয় বাড়তি উত্তেজনা। বোঝাই যাচ্ছে, দর্শকরা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেছেন।

ছবি: সংগৃহীতশেষ পর্যন্ত একরাশ স্বস্তি নিয়েই কোর্ট ছাড়েন ৩৭ বছর বয়সী ভেনাস। চেক প্রজাতন্ত্রের ক্যারোলিন প্লিসকোভার কাছে সরাসরি সেটে হারের হতাশা ভুলে দৃঢ় সংকল্প নিয়েই ঘুরে দাঁড়িয়েছেন মার্কিন আইকন। সেমির ভাগ্য নির্ধারণে স্পেনের গার্বিন মুগুরুজার মুখোমুখি হবেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।  

ডব্লুটিএ ফাইনালস’র সিঙ্গেল ইভেন্টে দুই গ্রুপে চারজন করে মোট আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিজেদের গ্রুপে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকে প্রত্যেকের মুখোমুখি হবেন। শীর্ষ দু’জন সেমির টিকিট পাবেন। রেড গ্রুপে আছেন সিমোনা হালেপ, ক্যারোলিন গার্সিয়া, ক্যারোলিন ওজনিয়াকি ও ইলিনা ভিতোলিনা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ২৫ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ