ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

সুইস ইন্ডোর্সের সেমিফাইনালে ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
সুইস ইন্ডোর্সের সেমিফাইনালে ফেদেরার ছবি:সংগৃহীত

সুইস ইন্ডোর্স টুর্নামেন্টে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার আরেকটি শিরোপার লক্ষ্যে হাঁটছেন। হোম ইভেন্টটিতে প্রথম দুই ম্যাচে সরাসরি সেটে জয় পান তিনি। ‍এবার কোয়ার্টার ফাইনালে আদ্রিয়ান মান্নারিনোর বিপক্ষে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন ১৯ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

এদিন ফ্রেঞ্চ মান্নারিনোর বিপক্ষে অবশ্য সুইস কিংবদন্তি প্রথম সেটে ৪-৬ গেমে হেরে যান। তবে পরের দুই সেটে ঘুরে দাঁড়িয়ে ৬-১ ও ৬-৩ গেমে জিতে শেষ চারের লড়াইয়ে জায়গা করে নেন।

রোববার সেমিতে খেলতে নামবেন ফেদেরার। যেখানে তার প্রতিপক্ষ হতে পারেন বেলজিয়ামের ডেভিড গভিন অথবা যুক্তরাষ্ট্রের জ্যাক শক। অন্য সেমিতে লড়বেন মারিন সিলিচ ও হুয়ান মার্টিন দেল পোর্তো।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ