ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

ওজনয়াকির অস্ট্রেলিয়ান ওপেন জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
ওজনয়াকির অস্ট্রেলিয়ান ওপেন জয় ছবি:সংগৃহীত

সিমোনা হালেপকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ক্যারোলিন ওজনিয়াকি। ডেনমার্কের নারী এই টেনিস তারকার ক্যারিয়ারের এটি প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপাও।

মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় তিন সেটের লড়াইয়ে রোমানিয়ান হালেপকে অবশ্য সহজেই হারাতে পারেননি ২৭ বছর বয়সী ওজনিয়াকি। প্রথম সেটটি টাইব্রেকারে ৭-৬ (৭-২) জিতে নেন।

পরের সেট ৬-৩ ব্যবধানে হেরে গেলেও তৃতীয় সেটে ৬-৪ গেমে জিতে উদযাপন করেন।

ওজনিয়াকি এর আগে একমাত্র ইউএস ওপেনে ২০০৯ ও ২০১৪ সালে ফাইনাল খেলেছিলেন। তবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেই বাজিমাত করলেন।

এদিকে শিরোপা জিতে আরেক সুখবরও পেলেন ওজনিয়াকি। হালেপকে সরিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেলেন এই টুর্নামেন্টে দ্বিতীয়স্থান থেকে শুরু করা এ তারকা।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৮
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ