ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

টেনিস

রজার্স কাপ খেলবেন না ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
রজার্স কাপ খেলবেন না ফেদেরার রজার ফেদেরার। ছবি: সংগৃহীত

আগামী মাসে টরেন্টোতে বসতে যাচ্ছে রজার্স কাপের আসর। তবে সেই আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ২০ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী রজার ফেদেরার।

মূলত ক্যারিয়ার আরও দীর্ঘায়িত করার কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সী সুইস তারকা।

নাম প্রত্যাহার করে নেওয়া প্রসঙ্গে ফেদেরার বলেন, গেলো বছর মন্ট্রিয়েলে আমি দারুণ সময় কাটিয়েছি এবং কানাডিয়ান সমর্থকদের সামনে আমি সবসময় খেলতে ভালোবাসি।

 কিন্তু ক্যারিয়ারটা আরও কিছুদিন দীর্ঘ করতেই এবারের টরেন্টোতে অংশ নিচ্ছি না।  এবারের আসরের জন্য রইলো অনেক শুভকামনা।

ফেদেরার চলতি বছর এখন পর্যন্ত সাতটি একক ইভেন্টে খেলেছেন।  জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে জেতেন ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ড স্লাম শিরোপা।  এছাড়া রটার্ডাম এবং স্টুটগার্টেও শিরোপা জিতেছেন।

নোভাক জকোভিচ, রাফায়েল নাদালসহ র‌্যাংকিংয়ের শীর্ষ দশ খেলোয়াড়ের নয়জনই ৪ আগস্ট টরেন্টোতে শুরু হতে যাওয়া রজার্স কাপে খেলবেন।  শুধু থাকবেন না ফেদেরার।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮

এমকেএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ