ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

টেনিস

অঘটন থেকে বাঁচলেন সেরেনা, মাশার সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
অঘটন থেকে বাঁচলেন সেরেনা, মাশার সহজ জয় অঘটন থেকে বাঁচলেন সেরেনা, মাশার সহজ জয়-ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ওপেনে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন সেরেনা উইলিয়ামস। তবে শেষ ষোলোতে জয় পেতে তাকে বেশ ঘাম ঝরাতে হয়। অন্যদিকে সহজ জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিলেন মারিয়া শারাপোভা।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে সোমবার কাইয়া কানেপির বিপক্ষে প্রথম সেটে দাপটের সঙ্গে ৬-০ গেমে জয় পান ঘরের মাঠে খেলতে নামা সেরেনা। তবে দ্বিতীয় সেটে ৪-৬ গেমে হেরে গেলে শঙ্কা জাগে।

কিন্তু তৃতীয় ও শেষ সেটে ৬-৩ গেমে জিতে শেষ আটের জায়গা পাকা করেন রেকর্ড ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

অন্যদিকে দুর্দান্ত গতিতে ছুটছেন শারাপোভা। সহজেই হারিয়ে দেন সাবেক ফ্রেঞ্চ ওপেন জয়ী জেলেনা ওস্তাপেঙ্কোকে। ফলাফল, ৬-৩, ৬-২।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ