ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

সোঙ্গাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
সোঙ্গাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে পা রেখেছেন জোকোভিচ-ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছেন বড় তারকারা। পুরুষ এককে ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গার বিপক্ষে ৩-০ সেটের জয় পেয়েছেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জোকোভিচ।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারিনা টেনিস কোর্টে আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) পুরো ম্যাচ জুড়েই একক আধিপত্য দেখান এই সার্বিয়ান তারকা। সোঙ্গাকে কোনো রকম ছাড় দেননি তিনি।

৬-৩, ৭-৫, ৬-৪ গেমে জিতে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন 'জোকার'।  

অন্যদিকে সুইজারল্যান্ডের তারকা স্তান ভাভরিঙ্কাকে ৩-১ সেটে হারিয়েছেন র‌্যাংকিংয়ের ১৭ নম্বরে থাকা কানাডার মিলোস রাওনিক। ক্রোয়েশিয়ার ইভো কারলোভিচের বিপক্ষে ৩-২ সেটের জয় পেয়েছেন জাপানের কেই নিশিকোরি। কিন্তু ইনজুরি কারণে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেছেন র‌্যাংকিংয়ের আট নম্বরে থাকা অস্ট্রিয়ার ডোমেনিক থিয়েম।  
 
নারী এককে যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনকে ২-১ সেটে হারিয়েছেন র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা রোমানিয়ার সিমোনা হ্যালেপ। কানাডার বুচার্ডকে ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন সেরেনা উইলিয়ামস। ফ্রান্সের কার্নেটকে ৩-৬, ৬-৪, ৬-০ গেমে হারিয়েছের যুক্তারাষ্ট্রের ভেনাস উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ