ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

ফেদেরার ‘১০০’ নট আউট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
ফেদেরার ‘১০০’ নট আউট নিজের ক্যারিয়ারের ১০০তম এটিপি শিরোপা জেতার অনন্য রেকর্ড গড়লেন রজার ফেদেরার। ছবি: সংগৃহীত

নিজের ক্যারিয়ারের ১০০তম এটিপি শিরোপা জেতার অনন্য রেকর্ড গড়লেন রজার ফেদেরার। গ্রিক তরুণ স্তেফানোস সিতসিপাসকে দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপে ৬-৪ ও ৬-৪ সেটে হারিয়ে মাইলফলকটি গড়েন এই সুইস কিংবদন্তি।

উন্মুক্ত যুগের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এমন কীর্তি গড়লেন ২০বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার। এর আগে যুক্তরাষ্ট্রের জিমি কনরস ১০০টি শিরোপা জিতে শেষ পর্যন্ত ১০৯-এ থামেন।

২০ বছর বয়সী এই সিতসিপাসের বিপক্ষেই অথচ গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে হেরে অঘটনের শিকার হয়েছিলেন ফেদেরার।

জয়ের পর ফেদেরার বলেন, ‘আমি ভীষণ খুশি। দুবাইতে অষ্টম জয়ের পর সবমিলিয়ে ১০০তম শিরোপা ঘরে তুললাম। ’

সেরা ১০ শিরোপধারীর তালিকা:

# জিমি কনরস-১০৯
# রজার ফেদেরার-১০০
# ইভার লেন্ডেল-৯৪
# রাফয়েল নাদাল-৮০
# জন ম্যাকেনর-৭৭
# রড লেভার-৭৪
# নোভাক জোকোভিচ-৭৩
# বিয়ন বোর্গ-৬৪
# পিট সার্ম্পাস-৬৪
# গিলর্মো ভিয়াস-৬২

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৯
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ