ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

উইম্বলডনের কোয়ার্টারে ফেদেরার-জোকোভিচ-নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
উইম্বলডনের কোয়ার্টারে ফেদেরার-জোকোভিচ-নাদাল রাফায়েল নাদাল: ছবি-সংগৃহীত

উইম্বলডন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে

পর্তুগালের জো সোউসাকে ৩-০ সেটে হারিয়েছে স্প্যানিশ তারকা নাদাল। অল ইংল্যান্ড লন টেনিস এন্ড ক্রোকুয়েট ক্লাব টেনিস কোর্টে পুরো ম্যাচে জুড়েই আধিপত্য দেখান এই স্প্যানিয়ার্ড।

৬-২, ৬-২, ৬-২ গেমে ম্যাচ জিতে নেন নাদাল।

রাউন্ড অব সিক্সটিনের আরেক ম্যাচে ফ্রান্সের উগো হামবার্টকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন বর্তমান চ্যাম্পিয়ন ও সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ৩-০ সেটের জয় পেয়েছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। জোকোভিচের কাছে পাত্তাই পায় নি হামবার্ট। ৬-৩, ৬-২, ৬-৩ গেমের জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন এই নাম্বার ওয়ান বাছাই।

অন্য ম্যাচে ইতালির ম্যাতেও বেরেত্তিনিকে সরাসরি সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সুইস তারকা ফেদেরার। অন্য দুই তারকার মতো ফেদেরারও দাপুটে জয় পেয়েছেন। ৬-১, ৬-২, ৬-২ গেমের জয়ে শেষ আটে ওঠেন ফেদেরার। এ নিয়ে রেকর্ড ১৭ বারের মতো উইম্বলডনের শেষ আটে খেলবেন ওয়ার্ল্ড নাম্বার থ্রি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৯
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ