ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

রেকর্ড গড়া হলো না সেরেনার, চ্যাম্পিয়ন আন্দ্রেয়েস্কো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
রেকর্ড গড়া হলো না সেরেনার, চ্যাম্পিয়ন আন্দ্রেয়েস্কো সেরেনাকে হারিয়ে চ্যাম্পিয়ন আন্দ্রেয়েস্কো (ডানে)। ছবি:সংগৃহীত

সেরেনা উইলিয়ামসের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন টেনিসের নারী এককের চ্যাম্পিয়ন হলেন বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো। কানাডার প্রথম ও ২০০৬ সালে মারিয়া শারাপোভার পর প্রথম টিনএজার হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের শিরোপা ঘরে তুললেন এই তরুণী।

নারী এককে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা মার্গারেট কোর্টের রেকর্ডে ভাগ বসানোর প্রত্যয় নিয়ে খেলতে নামেন মার্কিন তারকা সেরেনা। তবে বাজে খেলে হেরে যান ৬-৩ ও ৭-৫ সেটে।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে ২৪ হাজার দর্শকের সামনে মুখোমুখি হন ৩৭ বছর বয়সী সেরেনা ও প্রায় অর্ধেক বয়সী আন্দ্রেয়েস্কো (১৯)। আর প্রথম সেট দাপটের সঙ্গে ৬-৩ গেমে জিতে নেন এই কানাডিয়ান তরুণী। পরে দ্বিতীয় সেটেও ৫-১-এ এগিয়ে যান।

তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সেরেনা। ৫-৫-এ সমতায় ফেরেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ৭-৫ গেমে জিতে প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ট্রফিতে চুমু খান আন্দ্রেয়েস্কো।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ