ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

শেষ হলো বাংলাদেশ নৌবাহিনীর বাস্কেটবল প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
শেষ হলো বাংলাদেশ নৌবাহিনীর বাস্কেটবল প্রতিযোগিতা ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর বাস্কেটবল প্রতিযোগিতা-২০১৯ চট্টগ্রাম আঞ্চলিক ক্রীড়া কমপ্লেক্সে সমাপ্ত হয়েছে। গত ২০ নভেম্বর হতে শুরু হওয়া আট দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৯টি দল অংশগ্রহণ করে।

বুধবার (২৭ নভেম্বর) কমডোর সুপারিনটেন্টডেন্ট ডকইয়ার্ড এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী দিনে কমডোর হুমায়ুন কল্লোল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী দিনের খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক নাবিক উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার সমাপনী দিনে কমান্ডার খুলনা নৌ অঞ্চল ও বানৌজা শহীদ মোয়াজ্জম দলের মধ্য চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় বানৌজা শহীদ মোয়াজ্জম দল কমান্ডার খুলনা নৌ অঞ্চল দলকে ৬১-৫২ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বানৌজা শহীদ মোয়াজ্জম দলের এম আর জামান, সিপিও (মিউজ) সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ