ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

মেয়েদের রৌপ্য, বাকী জিতেছেন ব্রোঞ্জ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
মেয়েদের রৌপ্য, বাকী জিতেছেন ব্রোঞ্জ ছবি: সংগৃহীত

চলমান ১৩তম এসএ গেমসের পঞ্চম দিন বাংলাদেশ পেয়েছে পাঁচটি রৌপ্য পদক। চতুর্থ দিনের মতো পঞ্চম দিনেও কোনো স্বর্ণের দেখা পায়নি বাংলাদেশি অ্যাথলেটরা। শুটিংয়ে রুপা জিতেছেন বাংলাদেশের মেয়েরা।

মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে দলগত ইভেন্টে ১৮৩১.১ স্কোর রৌপ্য পদক জিতেছে বাংলাদেশ। সৈয়দা আতকিয়া হাসানা দিশা (৬১৫.৭), উম্মে জাকিয়া সুলতানা টুম্পা (৬১২.২) এবং শারমিন আক্তার রত্না (৬০৩.২) এক সাথে দেশকে এই এভেন্টে রৌপ্য পদক এনে দেন।

মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের এককে দিশা ষষ্ঠ এবং টুম্পা সপ্তম হন। রত্না ফাইনালে যেতে পারেননি।

এদিকে, ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল এককে ব্রোঞ্জ পেয়েছেন আব্দুল্লাহ হেল বাকী। রবিউল হোসেন এবং রাব্বি হাসানকে নিয়ে দলগত ইভেন্টেও ব্রোঞ্জ পান তিনি। দলের স্কোর ১৮৪০।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ