ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

মুদ্রার উল্টো পিঠটা দেখলেন সোনাজয়ী রোমান সানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
মুদ্রার উল্টো পিঠটা দেখলেন সোনাজয়ী রোমান সানা মুদ্রার উল্টো পিঠটা দেখলেন সোনাজয়ী রোমান সানা

নেপালে কদিন আগেই হয়ে যাওয়া এসএ গেমস আর্চারিতে এবার ১০টি সোনার সব কটিই জিতেছিল বাংলাদেশ। দেশে ফিরে আর্চারদের নামতে হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপে। যেখানে মুদ্রার উল্টো পিঠটা দেখতে হয়েছে এসএ গেমসে সোনাজয়ী আর্চার রোমান সানাকে।

টঙ্গীতে আর্চারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে শুরু হয়েছে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা। ৮ জেলা, ৫টি সার্ভিসেস দল, বিকেএসপি, ২৬ ক্লাবসহ ৩৯টি দল এতে খেলছে।

আগামীকাল পর্দা নামবে টুর্নামেন্টের।

গাজীপুরে ১১তম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককে সোনা জিততে পারেননি দেশ সেরা আর্চার রোমান সানা। গতবারও তার সোনা জেতা হয়নি। এবার তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদকেই তাকে সন্তুষ্ট থাকতে হয়।

সেমিতে ৬-২ সেট পয়েন্টে সানাকে হারিয়েছেন রুপা জয়ী সাকিব মোল্লা। সোনা জিতেছেন বিমানবাহিনীর রামকৃষ্ণ সাহা। আর রাকিব মিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জেতেন রোমান সানা।

এদিকে, এসএ গেমসের এককে সোনা জেতা সোহেল রানা ও ইতি খাতুন কোনো পদকই পাননি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ