ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

হালেপকে হারিয়ে ফাইনালে মুগুরুজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
হালেপকে হারিয়ে ফাইনালে মুগুরুজা গারবিন মুগুরুজা

রোমানিয়ার সিমোনা হালেপকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন গারবিন মুগুরুজা।

অবাছাই ২৬ বছর বয়সী স্প্যানিয়ার্ড মেলবোর্ন পার্কের সেমিফাইনালে চতুর্থ বাছাই হালেপকে হারিয়েছেন ৭-৬ (১০-৮) ও ৭-৫ গেমে।

দুবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী মুগুরুজা প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন।

এর আগে ২০১৬ সালে ফ্রেঞ্চ ওপেন ও ২০১৭ সালে উইম্বলডন জেতেন এই ২৬ বছর বয়সী ভেনেজুয়েলিয়ান।

শনিবার (০১ ফেব্রুয়ারি) ফাইনালে মুগুরুজা মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের তারকা সোফিয়া কেনিনের। কেনিন ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই ও স্বাগতিক তারকা অ্যাশলে বার্টির স্বপ্ন ভেঙে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ