ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছবি: বাংলানিউজ

বাগেরহাট: মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে ১২ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 

বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাট অফিসার্স ক্লাবে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।

 

এসময় স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ পরিচালক দেব প্রসাদ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম প্রমুখ।

এই টুর্নামেন্টে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা আওয়ামী লীগ, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তার টিমসহ মোট ১২টি টিম অংশগ্রহণ করে।

বাংলাদেশ  সময়: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ