ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

থাইল্যান্ড

উৎসবমুখর পরিবেশে স্পেনে প্রবাসীদের ঈদ

বকুল খান, স্পেন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
উৎসবমুখর পরিবেশে স্পেনে প্রবাসীদের ঈদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্পেন: মাদ্রিদে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

শনিবার (১৮ জুলাই) প্রচণ্ড তাপদাহের কারণে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রথম জামাতের আয়োজন করা হয়।

এতে ইমামতি করে হাফেজ শরফ উদ্দিন আজাদ।

দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় পরিচালনা করেন ইমাম মুহাম্মেদ। বাঙালি অধ্যুষিত  ক্যাসিনো পার্কে বাংলাদেশিসহ মরক্কো, সেনেগাল, পাকিস্তান প্রভৃতি দেশের মুসল্লিরা এতে অংশ নেন।

এছাড়া স্পেনের সবচেয়ে বড় মসজিদ ভেনতাসে সকাল ৯টায় হাজারো মুসল্লির উপস্থিতিতে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। স্পেনের বার্সেলোনা ও শান্তা কলমা এলাকায় বাংলাদেশিদের পরিচালিত মসজিদগুলোতে ৩টি জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া মালাগা, সেভিয়া, আলি-কান্তেসহ অন্য শহরে আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপিত হয়েছে।

জামাতে অংম নেওয়া কমিউনিটির নেতাদের মধ্যে ছিলেন, স্পেনে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদ‍ূত শাখাওয়াত হুসাইন, শিল্পী মনিরুল ইসলাম, খুরশেদ আলম মজুমদার, আল মামুন, সাহাবুদ্দিন আহমেদ, জাকির হসেন, আব্দুর রাজ্জাক, এ কে এম জহিরুল ইসলাম, মুজাম্মেল হক চৌধুরি তারেক, এস আশরাফুল হক, মুরশেদ আলম, গোলাম মস্তফা জাহাঙ্গীর, মিনহাজুল আলম মামুন, ফজলে এলাহি, কামরুজ্জামান সুন্দর, রমিজ উদ্দিন, খায়রুজ্জামান জামান, সুহেল ভুইয়া, ফয়জুর রহমান, শিপার আহমেদ, নাযমুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

থাইল্যান্ড এর সর্বশেষ