ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

থাইল্যান্ড

স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত গ্রেটার সিলেটের ঈদ পুনর্মিলন

জাহিদুল আলম মাসুদ,মাদ্রিদ থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত গ্রেটার সিলেটের ঈদ পুনর্মিলন

ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে  স্পেনের রাজধানী মাদ্রিদের প্রাণকেন্দ্র পার্কে মানযানারেস মঙ্গলবার গ্রেটার সিলেট স্পেন এর আয়োজনে অনুষ্ঠিত হলো জমকালো এক ঈদ পুনর্মিলন’ ২০১৫ অনুষ্ঠান।

সংগঠনের সভাপতি আল মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিপার আহমদের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সায়েদ আশফাকুল ইসলাম, সঞ্জু মিয়া, একাত্তর টেলিভিশনের ইউরোপ প্রতিনিধি নুরুল ওয়াহিদ,কামরুজ্জামান সুন্দর, লুতফুর রহমান, খায়রুজ্জামান জামান, সাংবাদিক বকুল খান, সাংবাদিক সেলিম আলম,নুরুল আলম,মাওলানা আব্দুর রাজ্জাক,জালাল আহমদ, রমিজ উদ্দিন, এ কে এম জহিরুল আলম সহ অনেকেই।



২০ শে জুলাই বিকেল ৬ টায় অনুষ্ঠিত হয়ে রাত ১০টা পর্যন্ত চলে অনুষ্ঠান। অনুষ্ঠানে বাচ্চাদের নানান রকম খেলাধুলা ছাড়াও বড়দের লাঠি খেলা ছিল বেশ আকর্ষণীয়। সবার দৃষ্টি কেড়েছে ভাবিদের বালিশ খেলা। অনুষ্ঠানে নানা প্রকার দেশীয় খাবারের পসরা ছিলো লক্ষণীয়।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

থাইল্যান্ড এর সর্বশেষ