ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

থাইল্যান্ড

স্পেনে বাংলাদেশ দূতাবাসে শোক দিবস পালন

জাহিদুল আলম মাসুদ, স্পেন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
স্পেনে বাংলাদেশ দূতাবাসে শোক দিবস পালন

স্পেন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্পেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্পেনের মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দ‍ূতাবাসের হলরুমে শনিবার (১৫ আগস্ট) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



সভায় দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স শাখাওয়াত হুসেনের উপস্থিতিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা পাঠ করেন কমার্স মিনিস্টার নাবিদ শাফিউল্লাহ ও ফার্স্ট সেক্রেটারি শরীফুল ইসলাম।

এ সভায় কমিউনিটি নেত‍াদের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সহ সভাপতি জাকির হুসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন, এ কে এম জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা গোলাম মাওলা, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি ডব্লিউ এইচ রবিন, আব্দুল কাইয়ুম সেলিম, রিজবী আলম, দুলাল ছাফা, তাপস দেবনাথ, খসরু চৌধুরী, আয়োব আলী সোহাগ, বদরুল ইসলাম মাস্টার, আবুল হুসেন ও মামুন হাওলাদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

থাইল্যান্ড এর সর্বশেষ