ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

থাইল্যান্ড

মাদ্রিদে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন

বকুল খান, স্পেন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
মাদ্রিদে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্পেন: মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদ-উল আযহা উদযাপন করেছেন মাদ্রিদে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি মুসলমানরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) মাদ্রিদের প্রাণকেন্দ্র লাভা-পিয়াসের কাসিনো পার্কে খোলা মাঠে ঈদ জামায়াত আদায় করেন প্রবাসীরা।

অন্যান্য বছরের মতো এবারও সরকারিভাবে অনুমতি নিয়ে কাসিনো পার্কে হাজারো মুসল্লির উপস্থিতিতে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।

দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা মিলে একসঙ্গে ভাগাভাগি করে নেন ঈদের আনন্দ। সুন্দর আবহাওয়া তাদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেয়। ঈদের নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন প্রবাসী মুসলিম সম্প্রদায়।  

ঈদের দিন বাংলাদেশিদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরাও কাসিনো পার্কে জড়ো হয়ে ঈদের নামাজ আদায় করেন। প্রথম নামাজের জামায়াত অনুষ্ঠিত হয় স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে। এর এক ঘণ্টা পর দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৯টা ৪৫ মিনিটে।

স্পেনের সবচেয়ে বড় মসজিদ ভেনতাসে সকাল ৯টায় ঈদের বৃহত্তম জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মালাগা, আলিকান্তে, মুরছিয়া, সেভিলা, গ্রানাদা, করদুভাসহ অনেক শহরে ঈদের জামায়াত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এজেডকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

থাইল্যান্ড এর সর্বশেষ