ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

থাইল্যান্ড

স্পেনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকুল খান, স্পেন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
স্পেনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্পেন: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে স্পেন শাখা যুবদল শাখা।

বুধবার (২৮ অক্টোবর) স্পেনের বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।



এরপর স্পেন যুবদলের সভাপতি রমিজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি, যুবদল ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পেন বিএনপি’র সভাপতি খোরশেদ আলম মজুমদার বলেন, যুবদল সংগঠিত হয়ে স্পেনসহ দেশ-বিদেশে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের আরও বেশি শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

সভা পরিচালনা করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মইন উদ্দিন ও ফখরুল হাসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- যুবদলের সিনিয়র সহ-সভাপতি কাজী জসিম, বুলবুল আহমেদ, আবু জাফর রাসেল, শাওন আহমেদ, মহসিন মোল্লা, আব্দুল কাইউম, ড. দুলাল, মিজানুর রহমান, শরিফ মনিরুজ্জামান, কাজী কাশেম, মুরশেদ আলম তাহের, সুহেল ভুঁইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

থাইল্যান্ড এর সর্বশেষ