ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বাণিজ্যমেলা

আরও ২ দিন চলবে জাতীয় এসএমই মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
আরও ২ দিন চলবে জাতীয় এসএমই মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় এসএমই মেলার আরও দুইদিন সময় বাড়ানো হয়েছে। বুধবার (০৭ এপ্রিল) শেষ হওয়ার কথা থাকলেও মেলার ব্যাপ্তি ৯ এপ্রিল (শনিবার) পর্যন্ত বাড়িয়েছে আয়োজক কর্তৃপক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন।



গত ৩ এপ্রিল শুরু হওয়া ৫ দিনব্যাপী মেলায় কর্মদিবসে মধ্যে তেমন সাড়া না পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বছর  ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের ১৮৩ টি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে মেল‍ায় অংশ করেছে।

উৎপাদিত পণ্যগুলোর মধ্যে রয়েছে, পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক্স ও সিনথেটিক্স, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যার ইত্যাদি উল্লেখযোগ্য।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।