ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বাণিজ্যমেলা

বগুড়ায় সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার সমাপ্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
বগুড়ায় সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার সমাপ্তি

বগুড়া: বগুড়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শেষ হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন।
 
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রায়হানা ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা টি জামান নিকেতা, সিনিয়র তথ্য কর্মকর্তা মজিবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

 
 
এবারের মেলায় ৬০টির মতো স্টল অংশ নেয়। এসব স্টলে পাটজাত, হ্যান্ডিক্রাফট, চামড়াজাত, কৃষি প্রক্রিয়াজাত পণ্যসহ দেশীয় বিভিন্ন পণ্য বেচাকেনা হয়।  
 
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলে। এতে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।
 
বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমবিএইচ/আরএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।