ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বাণিজ্যমেলা

খুলনায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
খুলনায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন খুলনায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় ১৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন হয়েছে। 

শুক্রবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে খুলনা সার্কিট হাউজ মাঠে আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। মেলার আয়োজন করছে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

মেলা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. দিদার আহম্মদ, খুলনা মহানগর পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) সরদার রকিবুল ইসলাম, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ  এবং খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এহসান শাহ।

অনুষ্ঠানের অতিথিরা তাদের বক্তব্যে খুলনা চেম্বারের এই ঐতিহ্যবাহী মেলার সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তরা বলেন, খুলনায় তেমন কোনো বিনোদনের জায়গা নেই। তাই এখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হলে এ অঞ্চলের মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। দেশী-বিদেশী ব্যবসায়ীরা এ মেলা অনুষ্ঠানের মাধ্যমে তাদের পণ্য সামগ্রী প্রদর্শন ও ক্রয়-বিক্রয়সহ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের এক বিরাট সুযোগ পান। যা খুলনাসহ দক্ষিণাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখে।  

মেলার মাঠে একটি ডিজিটাল ফোয়ারাসহ শতাধিক দেশী-বিদেশী স্টল ও প্যাভিলিয়ন দেখা যাবে। মেলা প্রাঙ্গণে শিশুদের জন্য শিশুজোন, পুরুষ এবং নারীদের জন্য পৃথক নামাজের স্থান, অজুখানা, টয়লেট ও ফ্রি ওয়াই-ফাই জোনের ব্যবস্থাসহ সম্পূর্ণ মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, মো. মোস্তফা জেসান ভূট্টো, পরিচালক শেখ আসাদুর রহমান, ঠাকুর মো. শাহ্ আলম, গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, মো. মোস্তফা কামাল পাশা, জেড এ মাহমুদ ডন, মো. মোশাররফ হোসেন, মো. সিরাজুল হক, শেখ আল্লামা ইকবাল তুহিন, মো. আবুল হাসান, ফকির মো. সাইফুল ইসলাম, মো. মফিদুল ইসলাম টুটুল, জোবায়ের আহমেদ খান (জবা), মো. বদরুল আলম মার্কিন, কাজী মাসুদুল ইসলাম, শেখ মো. গাউসুল আজম, মো. মনিরুল ইসলাম মাসুম, খান সাইফুল ইসলাম, শেখ মনিরুল ইসলাম, মো. মাহবুব আলমসহ খুলনার বিভিন্ন সমিতির ব্যবসায়ীরা, খুলনা চেম্বারের সম্মানীত সদস্যরা এবং মেলা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মেসার্স চামেলী ট্রেডার্সের কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা,  মার্চ ১৫,  ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।