ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বাণিজ্যমেলা

মেয়াদ শেষ, তবুও বন্ধ হয়নি সিলেটের বাণিজ্যমেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
মেয়াদ শেষ, তবুও বন্ধ হয়নি সিলেটের বাণিজ্যমেলা বাণিজ্যমেলার গেট, ছবি: বাংলানিউজ

সিলেট: মেয়াদ শেষ হয়ে গেলেও মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে সিলেটে চলছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা। চালু রয়েছে সব ধরনের কার্যক্রম।

মেলার মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল সোমবার (১৫ এপ্রিল) পর্যন্ত। কিন্তু মঙ্গলবার (১৬ এপ্রিল) প্রায় পেরিয়ে গেলেও এখনও মেলার সব কার্যক্রম অব্যাহত রেখেছেন সংশ্লিষ্টরা।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হয়েছিল ৯ মার্চ থেকে। যা শেষ হওয়ার কথা ৮ এপ্রিল। এ দিনই মেলা সম্পন্ন করার নির্দেশও দেয় বাণিজ্য মন্ত্রণালয়। অবশ্য পরে মেলা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় সাতদিন মেয়াদ বৃদ্ধি করে দিয়ে ১৫ এপ্রিল পর্যন্ত নেয়।

মেয়াদ বৃদ্ধির বিষয়টি ১১ এপ্রিল (বৃহস্পতিবার) সিলেট মেট্রোপলিটন পুলিশকে একটি স্মারকে জানায় মন্ত্রণালয়। ওই নির্দেশনার আলোকে সোমবার মেলার কার্যক্রম বন্ধের কথা থাকলেও সেটা করেননি সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, মেলার মেয়াদ আরও বৃদ্ধির জন্য ইভেন্ট ম্যানেজম্যান্টের এক কর্মকর্তা মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে অবস্থান করছেন। যে কারণে মেলা বন্ধ না করে পুলিশ পাহারা ছাড়াই টিকিয়ে রাখা হয়েছে। যাতে আবারও মেলার মেয়াদ বৃদ্ধির অনুমোদন এনে সচল অবস্থায়ই শুরু করা যায়।
 
মাসব্যাপী বাণিজ্যমেলার কারণে ক্ষতিগ্রস্ত সিলেটের ব্যবসায়ীরা। মেলার বিপক্ষে অনেক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, সিলেটে পর পর দু’টি আন্তর্জাতিক বাণিজ্যমেলা হয়ে গেলো। এ ধরনের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে মনোযোগী হওয়া উচিত। কেননা, ব্যবসায়ীরা ট্যাক্স, ভ্যাট দিয়ে ব্যবসা করেন। অথচ আশানুরূপ বিক্রি নেই। আর এভাবে একের পর এক মেলা আয়োজনের অনুমতি দিলে নিজেদের লাল বাতি জ্বলে উঠবে- জানিয়েছেন সিলেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতারা।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, মেলা বন্ধ করতে আমরা নির্দেশনা দিয়েছি। মেলা প্রাঙ্গণ থেকে পুলিশ সরিয়ে আনা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে টিকিট বিক্রির বুথ। তবে মেলার গেট উন্মুক্ত রয়েছে। ক্রেতারা হয়তো কেনাকাটায় যেতেও পারেন।
 
এ বিষয়ে মহানগর পুলিশের মুখপাত্র জেদান আল মুছা বাংলানিউজকে বলেন, মঙ্গলবার মেলা বন্ধ থাকার কথা। মেলা প্রাঙ্গণ থেকে পুলিশও সরিয়ে আনা হয়েছে। এরপরও মেলার কার্যক্রম চললে বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পুলিশ ব্যবস্থা নেবে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি হাসিন আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

গত ৯ মার্চ সিলেট সদর উপজেলার শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলাটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এনইউ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।