রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মেলা ঘুরে দেখা গেছে যায়, নান্দনিক স্টলগুলোতে দর্শনার্থীরা ঢুঁ মারছেন একটু বেশি। কেনাকাটার পাশাপাশি অনেকে আসছেন স্টল ঘুরে দেখার জন্যও।
কেনাকাটা নিয়ে তৃষা ফারহান আরিয়া বলেন, মেলায় প্রতিবারই আসা হয় এবং আমি প্রতিবার মেলা থেকে বিদেশি থ্রি-পিস নিই। এবারও তিনটি নিলাম। মেলার প্রথম ভাগ হওয়ায় এখন ভিড়টা অনেক কম। সঙ্গে সাশ্রয়ী মূল্যে ডিজাইনের মধ্যেও রয়েছে বৈচিত্র্য।
নগরীর তেজগাঁও থেকে পরিবার নিয়ে মেলায় ঘুরতে আসা সোহেল রানা বলেন, মেলা থেকে কেনার জন্য অনেক কিছুরই প্ল্যান আছে। তবে এখন প্রথম দিকে মেলায় পরিবার নিয়ে ঘুরতে এসেছি। পাশাপাশি কেনাকাটার জিনিসগুলোর খোঁজ-খবর করেছি। সারাদিন ব্যস্ত থাকায় এই সন্ধ্যায়ই যা একটু সময়! তবে মেলায় এসে দেখলাম সকলেরই প্রায় একই অবস্থা। দিনের বেলার চেয়ে বিকেলে ও সন্ধ্যায় সবার আগমন বেশি হচ্ছে।
এদিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ৫ম দিন পার হলেও সম্পন্ন হয়নি অনেক স্টলের কাজ। অনেকেই এখনো স্টল সাজাতে ব্যস্ত রয়েছেন। তবে অন্য সব স্টলে পণ্যের পসরা সাজানো থাকলেও খুব একটা চোখে পড়েনি বিকিকিনির চিত্র। স্টল ঘুরেই সময় পার করছেন মেলায় আগতদের অনেকে। এবারের মেলায় বাংলাদেশসহ ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৮৩টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। মেলায় আগতদের জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। মেলায় নিরাপত্তাকর্মীদের অস্থায়ী ক্যাম্পের পাশাপাশি মেলার বাইরেও রয়েছেনপর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এইচএমএস/এএটি