ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাইব্যুনাল

শাহজাদপুরে ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মে ১৪, ২০১৯
শাহজাদপুরে ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধূকে গণধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ করে ছয় লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৪ মে) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত ছয়জন হলেন- উপজেলার দরগার চর গ্রামের তোতা, আলহাজ্ব, আলমগীর, বুলবুল, জুয়েল রানা ও রতন।

বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার দরগার চর গ্রামের ফরিদ সরকারের স্ত্রী মোছা. নাজমা খাতুন (২৫) বাবা-মার সঙ্গে একই এলাকার মাসুম বিল্লাহর বাড়িতে ওরস শুনতে যান। রাতে ওরস শেষে স্বামী ফরিদকে নিয়ে বাড়ি ফেরার সময় ভুল করে ঘরের চাবি বাবার কাছে রেখে এসেছিলেন নাজমা। পরে ওই রাতেই ফরিদকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে চাবির আনতে যাচ্ছিলেন তিনি। পথে তোতা, আলহাজ্ব, আলমগীর, বুলবুল, জুয়েল রানা ও রতন মিলে নাজমা ও ফরিদকে আটক করে। একপর্যায়ে তারা ফরিদকে মারপিট করে তাড়িয়ে দিয়ে নাজমাকে গণধর্ষণ করে। এ অবস্থায় গ্রামের লোকজন টের পেয়ে এগিয়ে এসে রাতেই তাদের উদ্ধার করে এবং তোতা ও আলহাজ্বকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ঘটনায় নাজমা নিজেই বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে গ্রামবাসীর সহায়তায় বাকী আসামিদেরও গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। শুনানি শেষে মঙ্গলবার দুপুরে এ রায় দেন বিচারক।  

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু ও একই আদালতের অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর  (এপিপি) অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট গোলাম হায়দার।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্রাইব্যুনাল এর সর্বশেষ