ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাইব্যুনাল

মেহেরপুরে মাদক মামলায় যুবকের ৫ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
মেহেরপুরে মাদক মামলায় যুবকের ৫ বছর কারাদণ্ড

মেহেরপুর: মেহেরপুরে মাদক মামলায় শেখ রাসেল (৩২) নামে এক যুবককে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল প্রথম আদালতের বিচারক এসএম আবদুস সালাম এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত রাসেল একই জেলার গাংনী উপজেলার বালিয়ারঘাট গ্রামের রেজাউল হকের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালে ৭৫ বোতল ফেনসিডিলসহ রাসেলকে আটক করে গাংনী থানা পুলিশ। এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় মোট সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় এ রায় দেন বিচারক।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) পল্লব ভট্টাচার্য এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন কৌশলী।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্রাইব্যুনাল এর সর্বশেষ