ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
ত্রিপুরায় পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু ত্রিপুরায় পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

আগরতলা: ত্রিপুরা আদিবাসী এলাকা স্বশাসিত জেলা পরিষদের (টি টি এডি সি) প্রধান কার্যালয় খুমলুংয়ে শুরু হয়েছে ৩ দিনব্যাপী পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

বুধবার (৫ জুলাই) পশ্চিম জেলার খুমলুংয়ের নোয়াই অডিটোরিয়ামে শুরু হওয়া ‘প্রকৃতি ও পরিবেশ বিষয়ক বসুন্ধরা চলচিত্র’ উৎসবের সূচনা পর্বে উপস্থিত ছিলেন এ ডি সি'র বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের নির্বাহী সদস্য জয় বাহাদুর জমাতিয়া, এ ডি সি'র শিল্প উন্নয়ন দফতরের নির্বাহী সদস্য পরেশ চন্দ্র সরকার, ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের কর্মী বিভুতি দেববর্মা প্রমুখ।

৩ দিনব্যাপী এ উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে  আনা ১৪৫টি ফিল্ম থেকে বেছে ৪৪টি ফিল্ম দেখানো হবে।

প্রকৃতি ও পরিবেশ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও বিজ্ঞান ভিত্তিক জ্ঞান সমৃদ্ধ করে তোলাই এ উৎসবের মূল উদ্দেশ্য বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, ০৬ জুলাই, ২০১৭
এসসিএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।