খোয়াই জেলার অন্তর্গত বড়মুড়া পাহাড়ের খামতিংবাড়ি এলাকায় অবরোধস্থলে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।
তিনি জানান, ত্রিপুরার রাজ্যপাল তাদের তিপ্রাল্যান্ড রাজ্যের দাবি সংক্রান্ত বিষয় নিয়ে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছেন।
তিনি আরও জানান, অবরোধকারীরা চলে গেলে পুলিশ গোটা রাস্তা তল্লাশি চালাবে। তারপর সাধারণ যান চলাচল শুরু করবে। শুক্রবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হতে পারে।
এদিকে রাজ্যে ইন্টারনেট ব্যবস্থা বিকল করে রাখায় সাধারণ মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এএ