আটা, ছবি: বাংলানিউজ
আগরতলা: বর্তমান সরকারকে হেয় করতেই বিরোধী দল চক্রান্ত করে আটা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ত্রিপুরা সরকারের খাদ্য, জন সংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দফতরের মন্ত্রী মনোজ কান্তি দেব।
বৃহস্পতিবার (১৯ জুলাই) মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, রাজ্যের বাজারগুলোতে এক কেজি আটার মূল্য ১৩ রুপি ও এক কেজি প্লাস্টিকের মূল্য ১৫০ রুপি।
সুতরাং আটায় প্লাস্টিক মিলিয়ে ব্যবসায়ীদের লাভ কি? বিরোধীদল সরকারকে হেয় করতেই এ ধরনের গুজব ছড়াচ্ছে। রাজ্যে প্লাস্টিকের আটার কোনো অস্থিত্ব নেই।
এসময় সাধারণ মানুষদের আশ্বস্ত করে তিনি বলেন, তারা যেনো ভয় না করে ন্যায্যমূল্যের দোকান থেকে আটাসহ অন্যান্য সামগ্রী কিনেন।
বাংলাদেশ সময় ঘন্টা, ১৯জুলাই ২০১৮
এসসিএন/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।