তারা সোমবার (২৩ জুলাই) দুপুরে রাজ্য অতিথিশালার সভাকক্ষে বৈঠক করবেন। এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদের পাশাপাশি ত্রিপুরা সরকার, ভারত সরকার এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
এদিকে ভারত সরকারের বাণিজ্য ও পররাষ্ট্র দফতরের প্রতিনিধিরাও আগরতলায় পৌঁছেছেন।
উভয় দেশের প্রতিনিধি দল রোববার দুপুরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
বাংলাদেশের প্রতিনিধি দল বৈঠক শেষে মঙ্গলবার (২৪ জুলাই) আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরবেন বলে আগরতলাস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, বর্তমানে ত্রিপুরা ও বাংলাদেশ সীমান্তে দু’টি সীমান্ত হাট রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ২২ জুলাই, ২০১৮
এসসিএন/আরআর