মঙ্গলবার (০২ জুলাই) আগরতলার মধ্য বনমালীপুর অবস্থিত নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতা সুবল ভৌমিক।
সুবল ভৌমিক বলেন, সম্প্রতি মুখ্যমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগে দিল্লী থেকে অনুপম পাল নামে বিজেপির এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি আরও বলেন, গত ২৭ জুন ত্রিপুরা পুলিশের সাইবার শাখার নোটিশ পাওয়ার পরদিন ২৮ জুন নোটিশের জবাব দিয়েছি। জবাবে পুলিশকে পূর্ণ সহযোগিতা করার কথা জানিয়ে আমি পশ্চিম আগরতলা থানায় যাবো না জানিয়েছি। পুলিশ যেনো বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু এর একঘণ্টার আরারও একই নোটিশ পাঠায় পুলিশ। নোটিশে বলা হয়েছে, আমি যেনো আগামী ৫ জুলাই পশ্চিম আগরতলা থানায় গিয়ে হাজিরা দেই। জবাবে আমি জানিয়েছি যে, ওই দিন আমার অন্য মামলায় আদালতে হাজিরা দিতে হবে। তাই আমি থানায় যেতে পারবো না।
পুলিশ আপনাকে কেন এতো নোটিশ পাঠাচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজেপি নেতারা হয়তো আশঙ্কায় আছেন। তাই তারা আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। ক্ষমতাশীন নেতারা আমার রাজনৈতিক ইতিহাস জানেন না। আমার বিরুদ্ধে হত্যাসহ ১’শ বেশি মিথ্যা মামলা করা হয়েছে। এরপরও দমানো যায়নি। পুলিশের ভয় দেখিয়ে দমানো যাবে না।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
এসসিএন/ওএইচ/