ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ঈদ পুনর্মিলনী

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪
সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ঈদ পুনর্মিলনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: বিএনপির সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে এ প‍ুনর্মিলনী অনুষ্ঠিত হয়।



পূর্বাঞ্চল বিএনপির আহ্বায়ক মো. শহীদুল্লাহ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. শাহেদ আলী।

প্রবাসী চট্টগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাকের’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কারী আবদুল হাকিম, দাম্মাম যুবদলের সভাপতি নেয়ামত উল্লাহ, আলমগির হোসেন, আবু ছাইদ, জাহাঙ্গীর আলম খোকন, সোহরাব হোসেন লিটন, রফিকুল ইসলাম ,আবদুল মজিদ সুজন প্রমুখ।

আলোচনা শেষে জাহাঙ্গীর আলম হৃদয়ের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ