ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

পিয়াস করিমের মৃত্যুতে জেদ্দায় শোকসভা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪
পিয়াস করিমের মৃত্যুতে জেদ্দায় শোকসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিমের অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত এবং পরিবারের প্রতি সমবেদনা জানায়ে শোকসভার আয়োজন করেছে জেদ্দা প্রবাসী মুন্সিগঞ্জ জেলা বিএনপি।

মঙ্গলবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভায় অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেদ্দা প্রবাসী মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী আনোয়ার জাহিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজগর রিপন মালিক।

এতে বক্তব্য রাখেন, বিএনপি নেতা এম এ আজাদ চয়ন, গোলাম মোহাম্মদ রবি, শাহজাহান, সাইফুর রহমান, হেলাল, গিয়াস উদ্দিন, সাইদুল ইসলাম, ইকবাল, রিপন, ইফরান আলিসহ আরো অনেকে।

শোক সভায় বক্তারা বলেন, ড. পিয়াস করিমের মৃত্যুতে জাতি উদার গণতন্ত্রে বিশ্বাসী এক অভিভাবককে হারালো। দেশে অপরাজনীতির এই সময়ে পিয়াস করিমের মতো বলিষ্ঠ কন্ঠকে হারিয়ে শোকাহত সবাই।

এ সময় তার বিদেহী আত্মার মাগফেরাত ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ