ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

৮ নভেম্বরের মধ্যে সব হাজীদের সৌদি ত্যাগ করতে হবে

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪
৮ নভেম্বরের মধ্যে সব হাজীদের সৌদি ত্যাগ করতে হবে ছবি: ফাইল ফটো

রিয়াদ: বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলতি বছর হজ করতে আসা সব হাজীদের আগামী ৮ নভেম্বরের (১৫ মহররম) মধ্যে সৌদি আরব ছাড়ার সময়সীমা বেধে দিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়।

সৌদি হজ মন্ত্রণালয়ের মুখপাত্র হাতেম গাদী স্থানীয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।



হাতেম গাদী বলেন, মক্কা এবং মদীনায় হাজীদের বহনকারী বাস ও জমজমের পানি সরবরাহের জন্য  মনিটরিং স্টেশন স্থাপন করা হয়েছে।

হাজীদের যাতায়াতের জন্য নিয়োজিত বাসগুলোকে মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট ফ্লাইটের সময়সূচি নিশ্চিত না করা পর্যন্ত বিমান বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে না বলেও জানান তিনি।

গাদী বলেন, হজের আগেই ৫০ শতাংশ হাজী মদীনা জিয়ারত সম্পন্ন করেছেন।

এদিকে চলতি মৌসুমে বাংলাদেশ থেকে আসা ২৫ হাজার ৪৯৫ জন হাজী বাংলাদেশ বিমান এবং সৌদিয়ার ৬৩টি ফ্লাইটের মাধ্যমে দেশে প্রত্যাবর্তন করেছেন।
এবছর হজে এসে এপর্যন্ত মারা গেছেন ৭০ জন বাংলাদেশি। এর মধ্যে ৬১ জন পুরুষ এবং ৯ জন নারী। মৃত্যুবরণকারীদের অধিকাংশেরই বয়স ৫০ বছরের বেশি। তাদের মধ্যে মক্কায় ৫৩ জন, মদিনায় ১০ জন, জেদ্দায় ২ জন এবং মিনায় ৫ জন মারা গেছেন। নিহতদের স্থানীয়ভাবে দাফন করা হচ্ছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছে মক্কা হজ অফিস।

বাংলাদেশ সময় : ০১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ