ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় তারেক রহমানের জন্মদিন পালন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪
জেদ্দায় তারেক রহমানের জন্মদিন পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন পালন করেছে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ জেদ্দা শাখা।
 
স্থানীয় কমিউনিটি সেন্টারে বুধবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে কেক কেটে জন্মদিন পালন করে সংগঠনটি।


 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)  সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব্দুর রহমান।

একে এম নুরনবীর সভাপতিত্বে এবং আনোয়ার হোসেন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল শ্রমিক দলের প্রধান পৃষ্টপোষক আব্দুল মান্নান, প্রকোশলী নূরুল আমিন, সেলিম রেজা, শাহজাহান, গিয়াস উদ্দিন মারুফ, ওয়েছ আহমেদ, ইসমাইল আজাদ শপন, হানিস সরকার প্রমুখ।
 
অনুষ্ঠানে পশ্চিমাঞ্চল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 
বক্তারা বলেন, তারেক রহমানের ওপর যেসব মিথ্যা মামলা দেওয়া হয়েছে অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে অন্যথায় প্রবাস থেকে দুর্বার আন্দোলনের মাধ্যমে এ সরকারকে প্রতিহত করা হবে।
 
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ