ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে দুইদিনব্যাপী বিজয় উৎসব ১৯ ডিসেম্বর শুরু

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
রিয়াদে দুইদিনব্যাপী বিজয় উৎসব ১৯ ডিসেম্বর শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: মহান বিজয় দিবস উপলক্ষে রিয়াদ বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে।

১৯ ডিসেম্বর শুক্রবার শুরু হওয়া এ উৎসব চলবে ২০ ডিসেম্বর শনিবার রাত ১০টা পর্যন্ত।



সৌদি আরবের রাজধানী রিয়াদ আল খারজ রোড (মনসুরিয়া পেট্রোল পাম্প সংলগ্ন) আল নাখিল কমিউনিটি সেন্টারে প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ উৎসব।

বিজয় উৎসবের সমন্বয়কারী রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উপ মিশন প্রধান মোহাম্মদ আইয়ুব বাংলানিউজকে বলেন, বিজয় উৎসবের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আয়োজকরা জানান, অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য কুপনের মূল্য ধরা হয়েছে ১০ রিয়াল। আর এই কুপনের উপর থাকছে র‍্যাফেল ড্রও। উৎসবকে উপভোগ্য এবং আকর্ষনীয় করতে বসানো হয়েছে ৩০টি স্টল।

মেলায় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা, কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়:২৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ