ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদি আরব পশ্চিমাঞ্চলের টিভি সাংবাদিকদের বিজয় দিবস পালন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
সৌদি আরব পশ্চিমাঞ্চলের টিভি সাংবাদিকদের বিজয় দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জেদ্দাঃ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল জোনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সম্প্রতি জেদ্দার স্থানীয় একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



সংগঠনের সভাপতি এমওয়াই আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের সৌদি আরব কান্ট্রি ম্যানেজার আবু তাহের।

সভা সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সম্পাদক মাসুদ সেলিম।  

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, নাছের খান চৌধুরী, সাজেদুল ইসলাম,  বাহার উদ্দিন বকুল, শারমিন রিমা মুক্তা, মো. এমদাদ, হানিস সরকার প্রমুখ।

সভাপতির বক্তৃতায় এমওয়াই আলাউদ্দিন সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বিষয় তুরে ধরতে রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অঙ্গীকার পুনঃব্যাক্ত করেন।

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ