ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে সোনালী ব্যাংকের কনফারেন্স

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
রিয়াদে সোনালী ব্যাংকের কনফারেন্স

রিয়াদ: রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক রিয়াদ প্রতিনিধি অফিসের আয়োজনে রেমিটরস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রিয়াদের হোটেল সালাহদিন হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক এ এইচ এম হাবিবুর রহমান।



সোনালী ব্যাংকের এজিএম এবং আব্দুল ওয়াহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়াদের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স (সিডিএ) মোহাম্মদ আইয়ুব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রদীপ কুমার দত্ত।

এতে ব্যাংকের বিভিন্ন সুবিধা-অসুবিধা এবং প্রবাসীদের প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন, আরব ন্যাশনাল ব্যাংক-টেলিমানির রেমিটেন্স বিভাগের প্রধান কাজী সিরাজুল ইসলাম হিরন,বিশিষ্ট ব্যবসায়ী ডা. আরিফুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. নিয়াজ খান, এম আর মাহবুব, রিয়াদ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সভাপতি গোলাম মহিউদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আলী নুর, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল  বুরাইদা শাখার  চেয়ারম্যান জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী রহুল আমিন বাবুল, সোনালী ব্যাংকের বন্ড হোল্ডার আব্দুল্লাহ আল বাকি, আল নাখলা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ এইচ এম হাবিবুর রহমান বলেন, ‘আমার জীবন সায়াহ্নে এবং ব্যাংকের সংকটময় মুহূর্তে দায়িত্ব নিয়েছি। আমরা গত দুই বছরে বেশ কিছু গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত নিয়েছি যা দিয়ে সোনালী ব্যাংকের যে আস্থার সংকট ছিলো তা কাটিয়ে উঠতে পারবো। ’

অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রদীপ কুমার দত্ত।
 
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ