ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় হাফেজদের সম্মাননা প্রদান

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
জেদ্দায় হাফেজদের সম্মাননা প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: আহলুল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ও জেদ্দার এনটিভির দর্শক ফোরামের উদ্যোগে বিশ্বসেরা হাফেজদের সম্মাননা প্রদান ও ২০১৫ কোরআন প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।

শুক্রবার (৯জানুয়ারি) রাত ৮টায় স্থানীয় গোল্ডেন টিউলিপ হোটেলের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উম্মুল কোরা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর রাইদ আল বাজুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোছাদ্দেক
আলী, মদিনা ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রফেসর ও মসজিদে নববীর শায়খ কাজী জাহিদ, পিএইচপি গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ইকবাল হোসেন চৌধুরী, কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারী আল কোরআন ফাউন্ডেশন চেয়ারম্যান গোলাম মোস্তফা, ওশান গ্রুপের এমডি আলী আজম প্রমুখ।

আব্দুল্লাহ হাসমির সভাপতিত্বে এসএম মিজানের পরিচালনায় অনুষ্ঠানে হাফেজ মোহাম্মাদ ইব্রাহীম খলিল,হাফেজ মহিবুল্লাহ, হাফেজ জায়েদ আব্দুল্লাহ,হাফেজ সাইফুর রহমান,নাহিদুর রহমানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতে মিলনায়তনজুড়ে এক অন্যরকম মুগ্ধতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পিএইচপি কোরআনের আলো অনুষ্ঠানের মাধ্যমে দেশে আন্তর্জাতিকমানের প্রতিভা সম্পন্ন হাফেজ তৈরি হচ্ছে। এমন অনুষ্ঠানের মাধ্যমেই সম্ভব সমাজকে পরিশুদ্ধ করা। কারণ কোরআনের বাণী যার বুকে থাকবে, সে সব সময় অন্যায় কাজ থেকে বিরত থাকবে এবং সমাজের কল্যাণমূলক কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ