ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদি আরবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
সৌদি আরবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ছবি: সংগৃহীত

রিয়াদ: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সৌদি আরবে গেছেন। দেশটির শ্রমমন্ত্রী আদেল বিন মোহাম্মদ ফকিহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিবেন তিনি।

 

রোববার রাতে (১৮ জানুয়ারি) সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ, সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির শ্রম মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আহমেদ আল ফাহায়েদ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।  

 

এ সময় আরো উপস্থিত ছিলেন- শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সচিব প্রিন্স সউদ বিন তালাল,  সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলামসহ বাংলাদেশ ও সৌদিআরবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

মন্ত্রী সাত সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে রয়েছেন- প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব আবুল কালাম আজাদ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার, মানব সম্পদ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন নাহার প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ