ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদিতে হেরোইন পাচারকালে ২ পাকিস্তানি আটক

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
সৌদিতে হেরোইন পাচারকালে ২ পাকিস্তানি আটক

রিয়াদ: সৌদি আরবে হেরোইন পাচারের সময় দুই পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে। আটক দু’জন ট্রাকচালক, তারা তাদের ট্রাকের ছাদে করে হেরোইন বহন করছিলেন।



সৌদি ও আরব আমিরাতের মাদকবিরোধী এক সমন্বিত অভিযানে এদের আটক করা হয়। রোববার (১৮ জানুয়ারি) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, একজন পাঁচ কেজি এবং অন্যজন দুই কেজি হেরোইন পাচার করছিলেন। রিয়াদগামী ট্রাক থেকে জব্ধকৃত হেরোইন দু’টি বাহনেরই ছাদে গুঁজে রাখা ছিল। তাদের এখন নিরাপত্তা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ