ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

জুবাইলে সিলেট শাহজালাল বিভাগীয় ঐক্য পরিষদের অভিষেক

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
জুবাইলে সিলেট শাহজালাল বিভাগীয় ঐক্য পরিষদের অভিষেক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ আল-জুবাইলে সিলেট শাহজালাল বিভাগীয় ঐক্য পরিষদের অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।



সিলেট শাহজালাল বিভাগীয় ঐক্য পরিষদের সভাপতি ছাতির আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক ও বাংলাদেশ পণ্য আমদনিকারক সমিতি রিয়াদ শাখার সভাপতি মোহাম্মদ কাপ্তান হোসেন।

আব্দুল্লাহ আল-মামুন ও আব্দুস ছালামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাহরাইনের বিশিষ্ট ব্যাবসায়ী (বাহরাইনী নাগরিকত্ব প্রাপ্ত) কায়েছ আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট শাহজালাল বিভাগীয় ঐক্য পরিষদের সাবেক সভাপতি জসিম উদ্দীন শামীম, আল জুবাইল যুবদল সভাপতি আবুল খায়ের, প্রাণের একাত্তর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কবিরুল ইসলাম আকাশ, শেখ আব্দুল মন্নান, বাংলাদেশ পন্য আমদানিকারক সমিতি রিয়াদের সহ-সভাপতি মনিরুল ইসলাম, আমিনুর রহমান, সুয়াইব বিন আহমদ শোহেল, তৌফিক এলাহী কবির, ইসহাক আলী, ফরিদ উদ্দীন, ইকবাল হোসেন তাহের, গোলাম আবদাল প্রমুখ।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যাবসায়ী শামছুল ইসলাম শাওন, সোহাগ চৌধুরী, আসলাম পারভেজ বাবুল, এম. জি রহমান জিয়া, ইকবাল হোসেন, আলী এমরান, গায়াছ আলী স্বপণ, হেলাল ভূইয়া, কাজী ইমরান, মোখলেছুর রহমান, জিয়া উদ্দীন মামুন, আব্দুল মন্নান, জয়নাল আবেদীন, শহিদুল ইসলাম, সোহেল আরমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ