ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

কর্তৃপক্ষের অবহেলায় বাংলাদেশি শ্রমিক মৃত্যুর অভিযোগ

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
কর্তৃপক্ষের অবহেলায় বাংলাদেশি শ্রমিক মৃত্যুর অভিযোগ

রিয়াদ: কর্তৃপক্ষের অবহেলায় মদিনার ক্লিনিং কোম্পানিতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে,  গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাত বারোটার দিকে মদিনার আল ফাহাদ কোম্পানিতে ইকবাল হোসেন নামের এক বাংলাদেশি শ্রমিক হঠাৎ শ্বাস কষ্টে আক্রান্ত হন।

দ্রুতই তাকে কোম্পানির নিজস্ব ক্লিনিকে নিয়ে যাওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

এ সময় সহকর্মীরা ইকবালকে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যেতে চাইলে কোম্পানির অ্যাম্বুলেন্স চালক বাইরে থাকায় তা সম্ভব হয়নি। এমতাবস্থায় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো ব্যবস্থা করতে না পারায় অল্প সময়ের মধ্যে ইকবালের মৃত্যু হয়।

মৃত ইকবাল হোসেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ধামরাই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

এদিকে, এ ঘটনায় আল ফাহাদ কোম্পানিতে শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। কারখানায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা পরের দিন (শুক্রবার) কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকেন।

পরে শনিবার মালিকপক্ষের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করে শ্রমিকরা কাজে যোগ দেন।

বৈঠক সূত্র বাংলানিউকে জানায়, মালিকপক্ষ তিন শিফট ডিউটি চালু, অফিস ক্লিনিকে ২৪ ঘণ্টা সেবা দেওয়ার সুবিধা এবং সার্বক্ষণিক অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ