ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

মক্কায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
মক্কায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সৌদি আরবের মক্কায় প্রাইভেটকারের চাপায় আব্দুল কুদ্দস (৪৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
 
রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে মক্কার আজিজিয়া শিমালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


 
আব্দুল কুদ্দুস ঢাকার দোহার উপজেলার জয়পাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। তার মরদেহ মক্কার আল-নূর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
 
স্থানীয়রা জানায়, বিকেলে আছরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন কুদ্দুস। আজিজিয়া শিমালিয়া আল-বাইকের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়।  
 
দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় আল-নূর হাসপাতালে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক (সৌদি নাগরিক) এবং ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ।
 
বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ