ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় কনসাল জেনারেলের সঙ্গে স্কুল কমিটির সাক্ষাৎ

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
জেদ্দায় কনসাল জেনারেলের সঙ্গে স্কুল কমিটির সাক্ষাৎ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেলারেল একেএম শহীদুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের (ইংরেজি শাখা) নবগঠিত পরিচালনা পর্ষদ সদস্যরা।

মঙ্গলবার (১৭ মার্চ) কনস্যুলেটে এ সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।

পর্ষদের সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কমিটির চেয়ারম্যান কাজী নেয়ামুল বশির।

এসময় অন্যদের মধ্যে কাউন্সিলর (শ্রম) মো. মোকাম্মেল হোসেন এবং কাউন্সিলর (শিক্ষা) রেজা-ই-রাব্বিও উপস্থিত ছিলেন।

এছাড়া ছিলেন পর্ষদের ‍ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাহমুদ, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ ইয়াহিয়া চৌধুরী, ডা. মোহাম্মদ মাহবুব উল্লাহ, মোহাম্মদ আতিকুল ইসলাম আলভি ও মোহাম্মদ মুসা খান।

পর্ষদের নতুন সদস্যদের অভিনন্দন জানিয়ে কনসাল জেনারেল একেএম শহীদুল করিম কনস্যুলেটের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

এর আগে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের (ইংরেজি শাখা) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল কাইউম নতুন পর্ষদ ঘোষণা করেন।

তিনি জানান, নবগঠিত কমিটি চলতি মাসেই দায়িত্বভার গ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ