ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে যুবলীগের আলোচনা সভা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
রিয়াদে যুবলীগের আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: ৪৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করেছে রিয়াদ মহানগর যুবলীগ।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাতে রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী লীগের সভাপতি সালাহউদ্দিন আহমেদ ফারুক।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া।

শহীদুল ইসলাম ও সাহিদুল হক সাহিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সৌদি নাগরিক আবু আব্দুল্লাহ, রিয়াদ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম মহিউদ্দীন, জাকির হোসেন, সহ-সভাপতি কাজী সেলিম রেজা, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন,  বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ( বাংলা মাধ্যম) সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, শিক্ষক খাদেমুল ইসলাম, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল রিয়াদ (ইংরেজি মাধ্যম) শাখার ভাইস চেয়ারম্যান ড. রেজাউল করিম, সাবেক পর্ষদ সদস্য ডা. সারওয়ার হোসেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান, রিয়াদ মহানগর যুবলীগের সাবেক সভাপতি আফসার হোসেন বোরহান, আবু তাহের প্রমুখ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- রিয়াদ মহানগর যুবলীগের যুগ্ম-সম্পাদক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, শ্রম ও জনশক্তি সম্পাদক শেখ জামাল, সদস্য জসিম উদ্দিন, ইসমাইল হোসাইন, নিজাম উদ্দিন ঝন্টু, আনিসুর রহমান চৌধুরী, সুমন ভূঁইয়া, প্রবাসী  মনোহরগঞ্জ আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদ পারভেজ, মেহেদী হাসান মুরাদ এবং সুলতান আহমেদ।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা সেলিম ভূঁইয়া, আজিজুল হক চৌধুরী, আবুল কালাম, গোলাম মহিউদ্দীন, মোয়াজ্জেম হোসেন, আব্দুস সাত্তারকে সংবর্ধনা দেওয়া হয়।

আলোচনা ও সংবর্ধনা শেষে প্রবাসী সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ