ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

কালো ইউনিফর্ম-নতুন গাড়িতে সৌদি পুলিশ

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
কালো ইউনিফর্ম-নতুন গাড়িতে সৌদি পুলিশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: বদলে গেলো সৌদি পুলিশের পোশাক ও গাড়ি। এখন পুলিশকে দেখা যাবে বিশেষ ধরনের কালো পোশাকে।

পরিবর্তন করা হয়েছে গাড়ির মডেলও।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় এ বিষয়ে।

সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী ও দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, কালো পোশাক ও নতুন মডেলের গাড়ি নিয়ে শিগগিরই মাঠে নামবে পুলিশ। নতুন এ পোশাক গরম ও ঠাণ্ডা সহনীয়তার পাশাপাশি ধুলা-ময়লা প্রতিরোধক।

পাবলিক নিরাপত্তা বিভাগের পরিচালক মেজর জেনারেল ওথম্যান আল মুহরিজ বলেন, পুলিশের বিশেষ টিম ও বিশেষজ্ঞদের নিয়ে মিটিং করে নতুন এই পোশাক এবং গাড়ি বেছে নেওয়া হয়েছে। পোশাক ও গাড়ির সঙ্গে নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় সংযোজনের কাজ প্রক্রিয়াধীন।

নতুন গাড়িগুলোতে ইতোমধ্যে উন্নত প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হয়েছে। সব কিছুই করা হচ্ছে নাগরিকদের নিরাপত্তা ও মামলা দ্রুত নিষ্পত্তির জন্য, যোগ করেন মুহরিজ।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ