ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের প্রতিবাদ সভা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
জেদ্দায় জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের প্রতিবাদ সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সদ্য অনুষ্ঠিত তিন সিটি করপোরেশন নির্বাচনের প্রতিবাদ জানিয়েছে জেদ্দা জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রাম শাখা।

বুধবার (২৯ এপ্রিল) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।



সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরীফ মোহাম্মদ হারুন।
 
সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুল আলম ও সাংগঠনিক সম্পাদক কাজী জাকিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের উপদেষ্টা খন্দকার হেলাল (সিআইপি), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপদেষ্টা নুরুল আবছার, জহিরুল হক, সিনিয়র সহ সভাপতি ইসমাইল ইমন, আসহাব উদ্দীন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আফছার উদ্দীন, গিয়াস উদ্দীন চৌধুরী, খলিলুর রহমান, নজরুল সিকদার, মাহমুদুল্লাহ, সফিক আহমদ, জেবল হোসেন, জসিম উদ্দীন, মান্নান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ